শিক্ষা

এসএসসিতে শতভাগ ফেল প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

২০২০ সালে এসএসসি পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাস করতে না পারা এমন বিদ্যালয়গুলোর তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (৮ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে বোর্ডগুলোর কাছে এসব প্রতিষ্ঠানের তথ্য চাওয়া হয়েছে। সার্বিক দিক পর্যালোচনা শেষে এ প্রতিষ্ঠানগুলোর এমপিও বাতিল হতে পারে।

জানা গেছে, ‍২০২০ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় ১০৪টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। এগুলোর মধ্যে ৬টি মাধ্যমিক বিদ্যালয়, ৪৮টি দাখিল মাদরাসা এবং ৫০টি ভোকেশনাল স্কুল রয়েছে

মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে শিক্ষা বোর্ডগুলোতে পাঠানো চিঠিতে শূন্য পাস করেছে এমন স্কুলগুলোর তথ্য চাওয়া হয়েছে। শূন্য পাস করা প্রতিষ্ঠানের নাম ঠিকানা, ই-মেইল ও মোবাইল নম্বরসহ, প্রতিষ্ঠানের ইআইআইএন নম্বর, শিক্ষাবোর্ডের নাম ও প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত কি-না ও এমপিওভুক্ত হলে কোডসহ উল্লেখ করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে শিক্ষা বোর্ডগুলোকে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে এমপিওভুক্ত স্কুলগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে বলা হবে। এছাড়া শতভাগ ফেল করা শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোরও নোটিশ পাঠাবে শিক্ষা অধিদপ্তর। জবাব সন্তোষজনক না হলে তাদের এমপিও স্থগিত করে দেওয়া হবে এবং পরবর্তী ফল ভালো না হওয়া পর্যন্ত এমপিও স্থগিতই থাকবে।