জাতীয়

কতদিন এভাবে আটকে থাকব জানি না


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকে অভিনয় করছেন প্রার্থনা ফারদিন দীঘি। এটি নির্মাণ করছেন ভারতের নির্মাতা শ্যাম বেনেগাল। এতে দীঘি অভিনয় করছেন বঙ্গবন্ধুর সহধর্মিণী বেগম ফজিলাতুননেছা মুজিবের চরিত্রে। ছবির দ্বিতীয় লটের শুটিং করতে গত ২৫ মার্চ ভারতের মুম্বাই গিয়েছেন তিনি।

কিন্তু লকডাউনের কারণে শুটিং শেষ করে দেশে ফিরতে পারছেন না দীঘি। আটকে পড়েছেন সেখানে। দীঘির ভাষ্য, ‘আমার অংশের শুটিং আপাতত শেষ। কিন্তু করোনার কারণে দেশে ফেরার টিকিট পাচ্ছি না। তাই এখানে কতদিন এভাবে আটকে থাকব জানি না।’

তিনি আরও বলেন, ‘দ্বিতীয় লটের শুটিংয়ে অংশ নেওয়ার আগে জানতাম না, কবে নাগাদ শুটিং শেষ হবে। তাই ফেরার আগাম টিকিটও করিনি।

এদিকে, বেগম ফজিলাতুন্নেসা মুজিব চরিত্রে অভিনয় প্রসঙ্গে দীঘি বলেন, ‘আমার এখনও বিশ্বাস হচ্ছে না, আমার মতো এতো ছোট্ট একজন মানুষ বেগম ফজিলাতুন্নেসা মুজিবের চরিত্রে অভিনয় করছি। শ্যাম বেনেগাল স্যার প্রত্যেকটি দৃশ্যে অভিনয়ের পূর্বে আমাকে যেভাবে বুঝিয়ে দিয়েছেন সেভাবেই কাজ করার চেষ্টা করছি। অভিনয়ের পর তিনি প্রশংসাও করেছেন।’

এদিকে, গেল শুক্রবার মুক্তি পেয়েছে দীঘি অভিনীত ছবি ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’। এই ছবিতেও তিনি অভিনয় করেছেন ফজিলাতুননেছা মুজিব চরিত্রে। আর বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন শান্ত খান।