জাতীয়

লকডাউনের মধ্যেই সব সিটিতে চলবে বাস


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

করোনাভাইরাস ঠেকাতে চলমান লকডাউনের মধ্যেই ঢাকাসহ সব সিটি করপোরেশন এলাকায় সকাল-সন্ধ্যা গণপরিবহন সেবা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামীকাল বুধবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানান সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ মঙ্গলবার বিকেলে নিজের সরকারি বাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সেতুমন্ত্রী।  বলেন, ‘বুধবার সকাল ৬টা থেকে এটা শুরু হবে। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রামসহ সকল সিটি করপোরেশন এলাকায় গণপরিবহন সেবা চালু থাকবে। তবে শহরের বাইরের কোনো পরিবহন শহরে প্রবেশ করতে পারবে না এবং বের হতে পারবে না।’

প্রসঙ্গত, গতকাল সোমবার থেকে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করে সরকার। এর মধ্যে আজ এমন ঘোষণা দেওয়া হলো।