লাইফ স্টাইল

কফি খেলে ক্ষতির থেকে বেশি উপকার


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

কফি প্রেমিদের জন্য সুখবর। কফি পান করুন নির্দ্বিধায়, মনে কোনো ভয় না রেখে। পরিমিত পরিমাণে কফি পানের কোনো ঝুঁকি নেই বরং রয়েছে কিছু ভালো দিক এমনই তথ্য বেরিয়ে এলো একটি গবেষণার মাধ্যমে। গবেষকরা বলছেন, কফি খেলে ক্ষতির চেয়ে উপকারই হবে।

ইংল্যান্ডের উলস্টার বিশ্ববিদ্যালয়ের গবেষকরা মানুষের শরীরের ওপর কফির প্রভাব নিয়ে ১ হাজার ২৭৭টি সমীক্ষা করেছেন। এই সমীক্ষা তারা শুরু করেছিলো ১৯৭০ সাল থেকে।

সাধারণ বৈজ্ঞানিক সমীক্ষা করেছেন গবেষকরা। দিনে অন্তত ৩ থেকে ৪ কাপ কফি খেলে শরীরে সেরকম গুরুতর প্রভাব কিছু পরে না বরং উপকারই হয় এমনই জানিয়েছেন গবেষকরা।

তবে যদি কেউ ঘন ঘন কফি খায় তাহলে হৃদ রোগ, ক্যান্সার, মৃত্যুহার, গ্যাসট্রো ইনটেসটাইনাল, নিউরোলজিক্যাল ডিসঅর্ডার এইসব রোগ হওয়ার সম্ভাবনাও প্রবল বলে জানিয়েছেন গবেষকরা।