আন্তর্জাতিক

করোনায় সুস্থ ৫ কোটি ৯৩ লাখ


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

মহামারি করোনার তাণ্ডব বিশ্বব্যাপী অব্যাহত আছে। কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না প্রাণঘাতী এই ভাইরাসটি। উপরন্ত বিশ্বের বিভিন্ন দেশে নিত্য-নতুন রূপে হানা দিচ্ছে করোনা।

গত একদিনে করোনায় নতুন শনাক্ত হয়েছেন ৭ লাখ ৪৬ হাজার ৫৮১ জন এবং মৃত্যু হয়েছে ১৩ হাজার ৬৬৩ জনের। একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ লাখ ৬০ হাজার ১০৮ জন।

করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার (৩১ ডিসেম্বর) এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮ কোটি ৩৮ লাখ ৯ হাজার ৭৩৪ জন, মোট মারা গেছেন ১৮ লাখ ২৫ হাজার ৭৮০ জন।

এদিকে সুস্থতার সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্যহারে। এখন পর্যন্ত করোনায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৫ কোটি ৯৩ লাখ ২৫ হাজার ৭৬৬ জন।

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৪ লাখ ৪৫ হাজার ৬৫৪। মারা গেছেন ৩ লাখ ৫৪ হাজার ২১৫ জন।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ২ লাখ ৮৬ হাজার ৩২৯। মারা গেছেন ১ লাখ ৪৯ হাজার ১৮ জন।

ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৭৬ লাখ ৭৫ হাজার ৯৭৩। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৯৪ হাজার ৯৭৬ জন।

তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। ফ্রান্স পঞ্চম। যুক্তরাজ্য ষষ্ঠ। তুরস্ক সপ্তম। ইতালি অষ্টম। স্পেন নবম। জার্মানি দশম। তালিকায় বাংলাদেশের অবস্থান ২৭তম।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আর দেশে আক্রান্ত রোগীর সংখ্যা তিন লাখ অতিক্রম করে গত ২৬ আগস্ট এবং মৃতের সংখ্যা সাড়ে ৭ হাজার ছাড়িয়ে যায় ২৯ ডিসেম্বর।