আন্তর্জাতিক

কাবুলের দোরগোড়ায় তালেবান, জরুরি বৈঠকে আফগান প্রেসিডেন্ট


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

তালেবান বাহিনীর কাবুল দখলের অপেক্ষার খবর পেয়ে দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনি মার্কিন দূত জালমে খালিলজাদ ও ন্যাটোর অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন বলে জানিয়েছে বিবিসি।

এদিকে শনিবার (১৫ আগস্ট) গনি জাতির উদ্দেশে দেয়া ভাষণে বলেছিলেন, দেশ ‘গুরুতর বিপদের মুখে। প্রেসিডেন্ট হিসেবে তিনি আরও অস্থিতিশীল পরিস্থিতি, সহিংসতা ও সাধারণ লোকজনের বাস্তুচ্যুতি ঠেকাতে ব্যবস্থা নেয়ার ওপরে মনোযোগ দিচ্ছেন।’
যুদ্ধবিরতি বা রাজনৈতিক সমঝোতার শর্ত হিসেবে তাঁর পদত্যাগের জন্য তালেবানের দেওয়া শর্তের বিষয়ে কিছু উল্লেখ না করে তিনি বলেন, ‘নিরাপত্তাব্যবস্থা ও প্রতিরক্ষা বাহিনীকে পুনরায় সংহত করা আমাদের অগ্রাধিকারের বিষয়। এ ব্যাপারে জরুরি পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

তবে এরই মধ্যে বিভিন্ন জায়গা থেকে খবর এসেছে প্রায় বিনা প্রতিরোধে তালেবান একের পর এক শহর ও প্রাদেশিক রাজধানী দখল করে নিচ্ছে। সরকারি বাহিনীর এ ব্যর্থতার ফলে গনির ওপর পদত্যাগের চাপ বাড়ছে।

এরই মধ্যে আফগানিস্তানের রাজধানী কাবুলে তালেবান যোদ্ধারা ঢুকে পড়েছে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছে।
তবে আল–জাজিরার খবরে বলা হয়, বাহিনীটির আন্তর্জাতিক মিডিয়া মুখপাত্র সোহাইল শাহীন বলেন, তারা এখনো কাবুলে ঢোকেনি। তারা সরকারের শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের অপেক্ষা করছে।