জাতীয়

করোনা পরিস্থিতি খারাপ হচ্ছে, সতর্ক থাকুন: স্বাস্থ্যের ডিজি


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে জানিয়ে সংক্রমণ যেন একজন থেকে আরেকজনে না ছড়ায় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম। এ সময় মানুষের ঈদ আনন্দ যেন বেদনায় পরিণত না নেয় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান তিনি।

বুধবার (২১ জুলাই) দুপুরে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাতে গিয়ে গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

খুরশিদ আলম বলেন, ঈদের আনন্দ ভাগাভাগি করতে আমাদের অসংখ্য মানুষ গ্রামে গেছেন। সবাই সুস্থতার সঙ্গে ঈদ উদযাপন করুন, তবে মনে রাখবেন, ঈদ যেন বিষাদে পরিণত না হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি বলেন, দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। হাসপাতালের শয্যাগুলো রোগীতে পূর্ণ হয়ে যাচ্ছে। এই অবস্থায় নিজেকে এবং পরিবারকে সুরক্ষিত রাখতে সতর্কতার বিকল্প নেই। সেজন্য সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে ও মাস্ক পরতে হবে। করোনার সংক্রমণ যেন একজন থেকে আরেকজনে না ছড়ায়, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান। এ সময় তিনি দেশবাসীসহ সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সচেতন থাকতে বলেছেন।