আন্তর্জাতিক

গড় বেতন ১০ লাখ টাকা, আমিরাতে জনপ্রিয় হচ্ছে ফ্রিল্যান্সিং


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

সংযুক্ত আরব আমিরাতে জনপ্রিয় হচ্ছে ফ্রিল্যান্সিং চাকরি। গত বছরের তুলনায় ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম আউটসাইজড এ নিবন্ধন বেড়েছে ১২২ শতাংশ। এখানে কাজ করেই মাসে গড়ে ১০ হাজার ডলার আয় করছেন আমিরাতের জনগণ, বাংলাদেশি মুদ্রায় যা ১০ লাখ টাকারও বেশি। সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

আউটসাইজড এর একজন কর্মকর্তা জানান, এখানে কাজ করার বিষয়টি অভিজ্ঞতা, দক্ষতা ও সময়ের ওপর নির্ভর করে।

প্রতিষ্ঠানটি সহপ্রতিষ্ঠাতা আজিম জয়নুলভাই বলেন, `আমাদের প্ল্যাটফর্মের তথ্য অনুযায়ী ৭ থেকে ১০ বছর অভিজ্ঞতা সম্পন্ন কোনো কর্মী যদি ১২ মাসের প্রজেক্টে কাজ করে তবে দৈনিক ৪০০ থেকে ৫০০ ডলার আয় করতে পারবেন।‘

খালিজ টাইমস জানায়, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় অন্যান্য চাকরির ক্ষেত্রে এই আয় ৩০৯ ডলার।

আজিম বলেন, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় ফ্রিল্যান্সিং অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠছে। সংযুক্ত আরব আমিরাতের অন ডিমান্ড ট্যালেন্ট প্ল্যাটফর্মে ১১-১২ বছরের অভিজ্ঞতা সম্পন্নরা অনেক কাজ পাচ্ছেন। এশিয়া প্যাসিফিক ও আফ্রিকা অঞ্চলের ফ্রিল্যান্সারদের চেয়ে এগিয়ে রয়েছে তারা।