জাতীয়

গাছ রোপণের সময় বেরিয়ে এলো মানুষের হাড়


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

দিনাজপুরের বিরামপুর উপজেলার খাঁনপুর ইউনিয়নের বন্ধন আর্দশগ্রাম এলাকায় বন বিভাগের জায়গা থেকে মাটি খুঁড়ে অজ্ঞাত এক ব্যক্তির পঁচা লাশের হাড় উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে হত্যার পর লাশটি মাটির নিচে রাখা হয়েছিল। আজ বুধবার দুপুর ৩টার দিকে হাড়গুলো উদ্ধার হয়।

খাঁনপুর ইউনিয়নের স্থানীয় চেয়ারম্যান ইয়াকুব আলী জানান, আজ বুধবার দুপুরে বনের জমিতে কয়েকজন শ্রমিক গাছের চারা লাগানোর জন্য গর্ত করছিলেন। তখন মানুষের হাড় উঠে আসে। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ সদস্যরা এসে হাড়গুলো উদ্ধার কাজ শুরু করে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, স্থানীয় চেয়ারম্যান ইয়াকুব আলী খবর দিলে ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত লাশটির হাড় উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, বেশ কয়েক দিন আগে হত্যার পর ওই স্থানে মাটি চাপা দেওয়া হয়। লাশটি শনাক্তকরার জন্য রংপুর সিআইডি কার্যালয়ে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে লাশটি শনাক্তের জন্য কাজ করবেন। তারপর আইনি পদক্ষেপ নেওয়া হবে।