চট্টগ্রাম

চট্টগ্রামে করোনায় মৃত্যুর নতুন রেকর্ড


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

সারাদেশে করোনার প্রকোপ যেন কিছুতেই কমছে না। করোনা সংক্রমণ রোধে আগামীকাল থেকে ৭ দিনের লকডাউন ঘোষণা করেছে সরকার। এদিকে চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৪ জনের। যা গত ৭ মাসের মধ্যে সর্বোচ্চ। এসময়ে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ২৩২ জনের শরীরে।

সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব ও চট্টগ্রামে ৫টি ল্যাবে  ১ হাজার ৭৪৮টি নমুনা পরীক্ষা করা হয়।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৭৮০ জনের নমুনা পরীক্ষায় ৮৫ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৪৮১ জনের নমুনা পরীক্ষায় ১৪ জন এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৪৬ জনের নমুনা পরীক্ষায় ৫৩ জনের শরীরে করোনা পাওয়া গেছে।

এছাড়া বেসরকারি শেভরন ক্লিনিক্যাল ল্যাবে ২৭৯ জনের নমুনা পরীক্ষা করে ৪৪ জন করোনা পজেটিভ হয়েছেন।

এদিকে কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৪ জনের পরীক্ষায় কারো দেহেই করোনাভাইরাস পাওয়া যায়নি।

নতুন আক্রান্তদের মধ্যে নগরের ২১৯ জন এবং উপজেলায় ১৩ জন।