চট্টগ্রাম

চমেকের ল্যাবের জানালা ভেঙে মাইক্রোস্কোপ চুরি


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) প্যাথলজি বিভাগে ল্যাবের জানালা ভেঙে ৩২টি স্ক্যানিং ইলেকট্রনিক মাইক্রোস্কোপের যন্ত্রাংশ এবং ৩৪টি মাইক্রোস্কোপের লেন্স চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ।

বুধবার (২৭ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে।

অধ্যক্ষ ডা. সাহেনা আখতার জানান, ল্যাব থেকে কী কী জিনিস চুরি হয়েছে এবং এতে কত টাকার ক্ষতি হয়েছে, তার পূর্ণাঙ্গ তালিকা করা হচ্ছে। চুরির ঘটনায় থানায় মামলা করা হবে।

প্যাথলজি বিভাগের প্রধান ডা. প্রদীপ ভট্টাচার্য জানান, ফিজিক্যাল মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শওকত হোসেনকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা তদন্ত শেষে প্রতিবেদন জমা দেবেন। চুরি হওয়া যন্ত্রপাতিগুলো সরকারি ক্রয় বিধি অনুযায়ী কেনা হয়েছে। একসঙ্গে অনেকগুলো প্রয়োজনীয় যন্ত্রাংশ চুরি হওয়ায় প্যাথলজি বিভাগের কার্যক্রম পুরোদমে চালাতে কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে।

পাঁচলাইশ থানার এএসআই মো. শাহাদাত বলেন, ঘটনাটি শুনেছি। লিখিতভাবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।