জাতীয়

চাকরি দেওয়ার নাম করে জিম্মি, ৯৯৯ এ ফোন পেয়ে উদ্ধার


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

চাকরি দেওয়ার নাম করে চট্টগ্রামে ডেকে এনে এক গৃহবধূ ও কিশোরীকে জিম্মি করে রাখার অপরাধে ৩ জনকে  গ্রেফতার করেছে পুলিশ।  

শনিবার (২৪ জুলাই) এ তথ্য জানান বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।

গ্রেফতারকৃতরা হলেন, সুরমা বেগম সুমি (৩৫), তানজিল হোসেন (২২) এবং এমরান হোসেন (২১)।

ওসি মো. কামরুজ্জামান বাংলানিউজকে জানান, ৯৯৯ এ ফোন পেয়ে শুক্রবার (২৩ জুলাই) রাতে নগরীর বায়েজিদ বোস্তামি থানার রৌফাবাদে সোহাগ কলোনি নামক স্থানে অভিযান চালিয়ে তিনজনেকে গ্রেফতার করা হয়। এসময় জিম্মি অবস্থায় থাকা দুই নারীকে উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, গৃহবধূর স্বামী অসুস্থ থাকায় কাজের খোঁজে গত ৭ জুলাই চট্টগ্রাম শহরে এসে এ চক্রের খপ্পরে পড়েন। তাকে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে সোহাগ কলোনিতে বাসায় নিয়ে জিম্মি করা রাখা হয়। গত ২২ জুলাই একই কথা বলে নিয়ে আসা হয় আরও এক কিশোরীকে। পরে তাদের অসামাজিক কাজে লিপ্ত হতে বাধ্য করা হয়। তারা রাজি না হলে মারধর করা হতো বলে জানিয়েছে ভুক্তভোগীরা।