আন্তর্জাতিক

চীনের মানুষ টিকা পাবে বিনা মূল্যে


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

করোনাভাইরাসের (কোভিড–১৯) টিকার সরবরাহ সহজলভ্য হওয়ার পর দেশের জনগণকে এটি বিনা মূল্যে দেবে চীন। আজ শনিবার দেশটির সরকারি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের কর্মকর্তা ঝেং ঝংওয়েই বলেন, টিকা তৈরি ও পরিবহনে অর্থ খরচ হলেও সরকার নাগরিকদের এটি বিনা মূল্যে দেবে। বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘টিকার জন্য আমাদের নাগরিকদের এক পয়সাও খরচ করতে হবে না।’

গত ডিসেম্বরের শেষ নাগাদ চীন সাধারণ জনগণের মধ্যে প্রথমবারের মতো টিকা দেওয়া শুরু করে। এর আগে টিকার জরুরি ব্যবহার কর্মসূচির আওতায় স্বাস্থ্যকর্মীসহ করোনার উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের টিকা প্রদানের অনুমোদন দেওয়া হয়।

ডিসেম্বরের মাঝামাঝি দেশে টিকাদান কর্মসূচি সম্প্রসারিত করে চীন। শীত ও বসন্ত মৌসুমে করোনার সংক্রমণ বেড়ে যাওয়া ঠেকানোর চেষ্টায় এই কর্মসূচির আওতায় খাদ্য ও গণপরিবহন খাতের মতো আরও কিছু গুরুত্বপূর্ণ খাতের কর্মীদের অন্তর্ভুক্ত করা হয়। জাতীয় স্বাস্থ্য কমিশনের কর্মকর্তা ঝেং জিজিন বলেন, ওই সব টিকাও বিনা মূল্যে দেওয়া হচ্ছে।

টিকা তৈরি ও পরিবহনে অর্থ খরচ হলেও সরকার নাগরিকদের এটি বিনা মূল্যে দেবে। টিকার জন্য আমাদের নাগরিকদের এক পয়সাও খরচ করতে হবে না।

ঝেং ঝংওয়েই, চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের কর্মকর্তা

সংবাদ সম্মেলনে ঝেং বলেন, ‘কয়েকটি স্থানীয় সরকার কর্তৃপক্ষকে আমরা টিকার জন্য লোকজনের কাছ থেকে অর্থ নিতে দেখেছি। আমরা দ্রুত এ অবস্থার পরিবর্তন চেয়েছি। তবে এখন স্থানীয় সরকার বিনা মূল্যে টিকাদান কর্মসূচি যথাযথভাবেই কার্যকর করা শুরু করেছে।’