বাংলাদেশ ছাত্র ইউনিয়নের স্বাস্থ্য মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি, স্বাস্থ্যমন্ত্রী ও সচিবকে অপসারণ এবং দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিচার ও অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট বাতিলের দাবিতে এ কর্মসূচির ডাক দেয় সংগঠনটি।
গতকাল রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে মিছিল বের করে ছাত্র সংগঠনটি। মিছিলটি হাইকোর্ট মোড় হয়ে প্রেসক্লাবের সামনে থেকে সচিবালয়ের ৮ নম্বর গেটের সামনে গেলে বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশ সদস্যদের সঙ্গে কর্মীদের ধাক্কাধাক্কি হয়। তবে কেউ আহত হননি। পরে সেখানেই অবস্থান নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেন সংগঠনটির নেতাকর্মীরা।
ছাত্র ইউনিয়নের সভাপতি ফয়েজ উল্লাহ বলেন, গত বছর আমরা দেখেছি যে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিজিকে অপসারণ করা হয়েছিল। তাতে বোঝা যায় স্বাস্থ্য মন্ত্রণালয় কতটা দুর্নীতিগ্রস্ত। ওই সব দুর্নীতি প্রকাশের জন্য তথ্য সংগ্রহ করতে গেলে রোজিনা ইসলামকে হেনস্তা করা হয়