জাতীয়

দেশে জনসনের এক ডোজের করোনা টিকার অনুমোদন


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের ষষ্ঠ টিকা হিসেবে জনসন অ্যান্ড জনসনের ‘জানসেন’ এর জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে (ইইউ) ওষুধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ)। 

মঙ্গলবার (১৫ জুন) অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

দেশে করোনা প্রতিরোধে প্রথম এক ডোজের টিকা হিসেবে জনসন অ্যান্ড জনসন উদ্ভাবিত এবং বেলজিয়ামের জানসেন-সিলাগ ইন্টারন্যাশনাল এন ভি উৎপাদিত এই টিকার অনুমোদন দিয়েছে ডিজিডিএ।

ডিজিডিএ’র বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে এক ডোজের এই টিকা ব্যবহারের জন্য সরকারের ইপিআই-এমএনসি অ্যান্ড এএইচ এর আবেদনের পরিপ্রেক্ষিতে এ অনুমোদন দেয়া হয়েছে। 

দেশে এ পর্যন্ত যতগুলো টিকার অনুমোদন পেয়েছে, সবই দুই ডোজের। অর্থাৎ এক ডোজ নেয়ার কিছুদিন পর দ্বিতীয় ডোজ নিতে হয়। কিন্তু জনসন অ্যান্ড জনসনের টিকা এক ডোজের। 

অর্থাৎ করোনাভাইরাস প্রতিরোধে এক ডোজই যথেষ্ট। তাছাড়া এ টিকা দামেও তুলনামূলক সস্তা, সংরক্ষণেও সুবিধা আছে।

উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত ১২ মার্চ এবং এর আগে ২৭ ফেব্রুয়ারি আমেরিকার ফুড এন্ড ড্রাগ অ্যাডমিনেট্রেশন (এফডিএ) বেলজিয়ামের জনসন এন্ড জনসনের এই টিকার অনুমোদন দেয়।