জাতীয়

জাকার্তায় শুটিংয়ে ব্রোঞ্জ জয় বাংলাদেশের নাফিসার


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত শুটিং প্রতিযোগিতায় মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে গ্রাঁ প্রিতে ব্রোঞ্জ পদক জিতেছেন বাংলাদেশের শুটার নাফিসা তাবাসসুম।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক শুটিং স্পোর্ট ফেডারেশন অনুমোদিত এই টুর্নামেন্টের তৃতীয় ধাপে পদক জেতেন বাংলাদেশের এই প্রতিনিধি।

এ প্রতিযোগিতায় প্রথম হয়ে স্বর্ণ জিতেছেন রোমানিয়ার লরা জর্জেলা (৪৯ পয়েন্ট)। ৪৫.৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়েছেন ইন্দোনেশিয়ার সালসাবেলা খায়রুন্নেসা। বাংলাদেশের নাফিসা তাবাসসুমের পয়েন্ট ৩৭।

এ ইভেন্টে বাংলাদেশের আরেক নারী শুটার সাজিদা হক বাদ পড়েন সেমিফাইনাল থেকে। তার আগে বাছাই পর্ব থেকেই বাদ পরেন আতকিয়া হাসান।

ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেলের সেমিফাইনাল থেকেই বাদ পড়েছেন বাংলাদেশের শোভন চৌধুরী ও রাব্বি হাসান। আটজনের মধ্যে শোভন হয়েছেন পঞ্চম, রাব্বি ষষ্ঠ। দ্বিতীয় রাউন্ড থেকে বাদ পড়েন তারা।