আন্তর্জাতিক

টিকার বুস্টার ডোজ নিলেন বাইডেন


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন করোনা টিকার বুস্টার ডোজ নিয়েছেন। স্থানীয় সময় সোমবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে হোয়াইট হাউসে বুস্টার ডোজ হিসেবে ফাইজার-বায়োএনটেকের টিকা নেন তিনি।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
মাত্র একদিন আগে দেশের ৬৫ বছরের বেশি বয়সী সকল মানুষের জন্য টিকার বুস্টার ডোজের অনুমোদন দেয় মার্কিন স্বাস্থ্য বিভাগ। অনুমোদন পাওয়া মাত্রই টিকার তৃতীয় ডোজ গ্রহণ করেন মার্কিন প্রেসিডেন্ট।
এএফপি জানিয়েছে, সোমবার বিকেলে নিজের বাম হাতের জামা গুটিয়ে ফাইজারের তৃতীয় ডোজের টিকা নেন জো বাইডেন। এর মাত্র একদিন আগে ৬৫ বছরের বেশি বয়সী সকল মানুষের জন্য টিকার বুস্টার ডোজের অনুমোদন তার প্রশাসন।
এদিকে বুস্টার ডোজ নেওয়ার পর যুক্তরাষ্ট্রের ভ্যাকসিন বিরোধীদের দ্রুত টিকা নেওয়ার পরামর্শ দিয়েছেন জো বাইডেন।

তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের অনেক মানুষ এখনও টিকা নিতে চান না। এমন অনেক মানুষ আছেন যারা টিকার একটি ডোজও নেননি। এর মাধ্যমে তারা (টিকা বিরোধীরা) দেশকে বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।