খেলা

টি-টেন লিগে খেলা হচ্ছে না পাকিস্তানের পেসার আমিরের

(Last Updated On: )

পাকিস্তানের বাঁহাতি পেসার মোহাম্মদ আমির প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যার ফলে শুক্রবার থেকে শুরু হতে যাওয়া আবুধাবি টি-টেন লিগে খেলতে পারবেন না তিনি।

টি-টেন লিগের পঞ্চম আসরে বাংলা টাইগার্সের হয়ে খেলার কথা ছিলো আমিরের।

পাকিস্তানের সংবাদমাধ্যমে আমির জানান, গত ৮ নভেম্বর করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন তিনি। বর্তমানে নিজের রুমেই আইসোলেশনে সময় কাটছে তার।

আগামী শনি অথবা রোববার করাচিতে যাওয়ার পরিকল্পনা রয়েছে আমিরের। সেখান থেকে দুবাই গিয়ে লংকান প্রিমিয়ার লিগের জন্য প্রস্তুতি নেবেন তিনি।

ক্রিকেটপাকিস্তানডটকমকে আমির বলেন, গত কয়েকদিন ধরে লাহোরের আবহাওয়া খুব একটা ভালো নয়। তাই আমি আমার স্বাস্থ্যের বিষয়ে কোনো ঝুঁকি নিতে চাই না। আমার পরিবারের বাকি সবাই ভালো আছে।