শিক্ষা

ঢাবির ‘খ’ ইউনিটে প্রতি আসনে লড়ছেন ২০ শিক্ষার্থী


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। ইউনিটটিতে একটি আসনের বিপরীতে ভর্তিযুদ্ধে নেমেছেন ২০ জন। আজ শনিবার বেলা ১১টায় ঢাকা ছাড়াও দেশের সাতটি বিভাগীয় শহরে সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নিজের আসন নিশ্চিতের লক্ষে লড়ছেন শিক্ষার্থীরা।

এ বছর ‘খ’ ইউনিটে ২ হাজার ৩৭৮ আসনের বিপরীতে ৪৭ হাজার ৬৩২ জন আবেদন করেন। ‘খ’ ইউনিটে মোট ১০০ নম্বরের লিখিত ও বহুনির্বাচনী পরীক্ষা দিতে হবে ভর্তিচ্ছুদের। বেলা ১১টায় শুরু হওয়া পরীক্ষা চলবে সাড়ে ১২টা পর্যন্ত।

উল্লেখ্য, এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ইউনিটে মোট ৭ হাজার ১৪৮টি আসনের বিপরীতে মোট আবেদন জমা পড়েছে ৩ লাখ ২৪ হাজার ৩৪০টি। এতে প্রতি আসনের বিপরীতে ৪৫ জন লড়বেন।

এবার ‘খ’ ইউনিটে মোট ১২০ নম্বরের ভর্তি পরীক্ষায় (বহুনির্বাচনী ও লিখিত) অংশে থাকছে ১০০ এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ওপর ১০ করে মোট ২০ নম্বর। এছাড়াও ৬০ নম্বরের বহুনির্বাচনী ও ৪০ নম্বরের লিখিত অংশ থাকবে। উভয় অংশের জন্য ৪৫ মিনিট করে সময় পাবে পরীক্ষার্থীরা।

ঢাকার বাইরেও সাতটি বিভাগীয় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ), খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সিলেট), বরিশাল বিশ্ববিদ্যালয় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (রংপুর) পরীক্ষা হবে৷

এর আগে গতকাল শুক্রবার বিজ্ঞান অনুষদভুক্ত ক ইউনিটের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। আগামী ৯ অক্টোবর চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিট (বহুনির্বাচনী), ২২ অক্টোবর ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিট ও ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে সামাজিকবিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।