জাতীয়

ধলেশ্বরীতে যাত্রীবাহী ট্রলারডুবি, নিখোঁজ ১০

(Last Updated On: )

নারায়ণগঞ্জের ফতুল্লার ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ১০ জনের নিখোঁজের খবর পাওয়া গেছে।

আজ বুধবার (৫ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। এ খবর পেয়ে উদ্ধার কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, সকাল সাড়ে আটটার দিকে ধর্মগঞ্জ খেয়াঘাট থেকে শতাধিক যাত্রী নিয়ে পার হচ্ছিল যাত্রীবাহী একটি ট্রলার। মাঝনদীতে ঘন কুয়াশার কারণে বরিশাল থেকে ঢাকাগামী লঞ্চের সঙ্গে ধাক্কা লেগে ট্রলারটি ডুবে যায়। এতে ট্রলারে থাকা যাত্রীদের মধ্যে অনেকে সাঁতরে ও অন্যরা নৌযানের সহায়তায় তীরে ওঠেন। তবে অন্তত ১৫ জন এখনো নিখোঁজ বলে জানা গেছে।

এনায়েতনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আসাদুজ্জামান জানান, যাত্রীবাহী লঞ্চ এমভি সোবহানের সঙ্গে ট্রলারের ধাক্কা লাগে। ঘন কুয়াশার কারণে এমন দুর্ঘটনা ঘটেছে। লঞ্চ থেকে বয়া ফেলা হলেও ঘন কুয়াশার কারণে সেগুলো দেখতে পাচ্ছিলেন না ডুবে যাওয়া ট্রলারের যাত্রীরা।

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাত ফেরদৌস জানান, ঘন কুয়াশায় লঞ্চের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় ১৫ যাত্রী এখনো নিখোঁজ। উদ্ধারকাজ চলছে। ট্রলারটি শনাক্তের চেষ্টা চলছে।