প্রধান পাতা

ধেয়ে আসছে প্রলয়ংকরী সুপার টাইফুন সাওলা


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

চীনের দক্ষিণ উপকূলের দিকে ধেয়ে আসছে প্রলয়ংকরী সুপার টাইফুন সাওলা। এর গতিবেগ ঘণ্টায় রেকর্ড করা হয়েছে ২০৫ কিলোমিটারের বেশি।

প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের প্রকোপ থেকে বাঁচতে চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ের সব ফ্লাইট ও স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

সেই সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র ও চীনের ‘প্রবেশদ্বার’ নামে পরিচিত স্বায়ত্তশাসিত হংকংয়ের শেয়ার বাজার বন্ধ ঘোষণা করা হয়েছে। চীনের ফুজিয়ান প্রদেশের লক্ষাধিক বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

সাওলার বাতাসের গতিবেগ ঘণ্টায় ২০৫ কিলোমিটার ছাড়িয়ে যাবে। হংকংয়ের আবহাওয়া দপ্তর জানিয়েছে, দিনের আবহাওয়া দ্রুত অবনতি হবে।

নিচু উপকূলীয় এলাকায় মারাত্মক বন্যার সম্ভাবনা ও সতর্কতা জারি করা হয়েছে। জনসাধারণকে উপকূল থেকে দূরে থাকার জন্য সতর্ক করা হয়েছিল।

চীনের মূল ভূখণ্ডের আবহাওয়া দপ্তর জানিয়েছে, সেখানে সর্বোচ্চ মাত্রার টাইফুন সতর্কতা জারি করা হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল টাইমস মিডিয়া জানিয়েছে, শুক্রবার বিকেলে বা সন্ধ্যায় হুইলাই থেকে হংকং পর্যন্ত বিস্তৃত উপকূলীয় অঞ্চলে হানা দিবে ঘূর্ণিঝড়।

গুয়াংডং প্রদেশও জরুরি অবস্থা জারি করা হয়েছে। চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র রেড অ্যালার্ট করেছে। এক লাখেরও বেশি বাসিন্দাকে পূর্ব চীনের ফুজিয়ান প্রদেশ থেকে সরিয়ে নেয়া হয়েছে। সূত্র: আল-জাজিরা