জাতীয়

নতুন পোশাকে ডিবি, থাকছে কিউআর কোড


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

অত্যাধুনিক প্রযুক্তির কুইক রেসপন্স (কিউআর) কোড সংবলিত নতুন পোশাক এনেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ পোশাকে রয়েছে কিউআর কোড, যা স্ক্যান করলেই অভিযানে আসা ব্যক্তির বিস্তারিত তথ্য জানা যাবে। এছাড়া মোবাইল অ্যাপসের মাধ্যমে এ কোড স্ক্যানও করা যাবে।

সোমবার (১ আগস্ট) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

ডিবি সেজে ডাকাতির অভিযোগে ছয়জনকে গ্রেপ্তারের পর এ সংবাদ সম্মেলনের আয়োজন করে ডিবি। গতকাল রোববার মতিঝিলের টয়েনবি সার্কুলার রোড এলাকা থেকে এই ছয় ডাকাতকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে ডিবি। তারা হলেন ফরিদ উদ্দিন, পারভেজ, সাইফুল ইসলাম, শফিকুল ইসলাম, জসিম ও নাছির।

ডিবির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ বলেন, চক্রের সদস্যরা সাধারণ গ্রাহকের ছদ্মবেশে ব্যাংকে প্রবেশ করে লেনদেনকারীদের অনুসরণ করেন। বেশি টাকা লেনদেনকারীদের বিষয়ে তথ্য পেলেই ব্যাংকের বাইরে অবস্থানকারী সদস্যদের জানিয়ে দেওয়া হয়। ব্যাংক থেকে নির্দিষ্ট ব্যক্তিকে অনুসরণ করতে থাকেন চক্রের সদস্যরা। সুবিধাজনক স্থানে ডিবি পুলিশ পরিচয় দিয়ে লক্ষ্যবস্তু বানানো ব্যক্তিকে গাড়িতে তুলে ভয় দেখানো হয়। প্রাণনাশের হুমকি দিয়ে তার সঙ্গে থাকা টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে নেন তারা। পরে রাস্তায় কোনো সুবিধাজনক স্থানে ভুক্তভোগীকে গাড়ি থেকে ফেলে দিয়ে পালিয়ে যান।

গ্রেফতারদের কাছ থেকে তিনটি জ্যাকেট (যার প্রতিটিতে সামনে ডিবি লেখা), একটি হাতকড়া, একটি লাঠি (ইস্পাতের), দুটি হোলস্টার, তিনটি পিস্তলসদৃশ খেলনা পিস্তল, একটি ওয়াকিটকি (খেলনা), বিভিন্ন নামের পাঁচটি চেক বই, একটি নোয়াহ মাইক্রোবাস (চাবিসহ) ও একটি ‘পুলিশ’ লেখা স্টিকার জব্দ করা হয়।