জাতীয়

নদীতে নিখোঁজ যুবককে উদ্ধারে নেমে ডুবুরির মৃত্যু


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

দিনাজপুরের কাহারোল উপজেলায় নদীতে নিখোঁজ যুবককে উদ্ধার করতে নেমে আব্দুল মতিন (৪২) নামে এক ডুবুরির মৃত্যু হয়েছে।

শনিবার (২৮ আগস্ট) সকালে উপজেলার ভদ্রবাজার এলাকায় ঢেপা নদীতে এ ঘটনা ঘটে।

মৃত আব্দুল মতিন জেলার ঘোড়াঘাট উপজেলার বাসিন্দা। তিনি রংপুর ফায়ার সার্ভিসে কর্মরত ছিলেন।
এদিকে ২২ ঘণ্টা পার হলেও নিখোঁজ যুবককে এখনও উদ্ধার করা যায়নি।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার পূর্ব সুলতানপুরের ভেন্ডাবাড়ি এলাকার বিনয় দেব শর্মার ছেলে বুধু দেব শর্মা (২২) ২৭ আগস্ট (শুক্রবার) দুপুর ১২টার দিকে নৌকা থেকে পড়ে গিয়ে নদীতে নিখোঁজ হয়। খবর পেয়ে শনিবার সকালে তাকে উদ্ধারে নামে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।  দলের সঙ্গে নদীতে ডুব দেন ডুবুরি আব্দুল মতিনও। কিন্তু একপর্যায়ে তার কোমরে বাঁধা রশি কোনো কিছুর সঙ্গে আটকে যায়। এতে করে দীর্ঘক্ষণ পানির নিচে আটকে ছিলেন তিনি। পরে অন্যান্য ডুবুরিরা টের পেয়ে তাকে উদ্ধার করে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মর্তুজা সরকার বলেন, হাসপাতালে আনার আগেই ডুবুরি আব্দুল মতিনের মৃত্যু হয়েছে। তার মরদেহ হাসপাতালে রাখা হয়েছে।