জাতীয়

স্বর্ণের দাম কমলো বিশ্ববাজারে


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। কিছুটা বাড়ার পর এক সপ্তাহ ব্যবধানে প্রতি আউন্স স্বর্ণের দাম ৫০ ডলারের ওপরে কমেছে। এতে গত দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দামে অবস্থান করছে স্বর্ণের দাম।

সেপ্টেম্বরের মাঝামাঝি দরপতন হলেও অক্টোবরের শুরুতে সোনার দাম কিছুটা বাড়ে। তবে তা বেশি সময় স্থায়ী হয়নি। গত সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে স্বর্ণের দাম ১ হাজার ৬৪৩ দশমিক ৪৬ ডলারে দাঁড়িয়েছে।

অর্থাৎ গত সপ্তাহে প্রতি আউন্স স্বর্ণের দাম ৫০ দশমিক ৯৪ ডলার বা ৩ দশমিক শূন্য ১ শতাংশ কমেছে।

এদিকে দেশের বাজার সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সর্বশেষ ২৭ সেপ্টেম্বর, ২২ ক্যারেট প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৮৬ টাকা কমিয়ে ৮১ হাজার ২৯৮ টাকা করা হয়েছে।

এ ছাড়া প্রতি ভরি সোনার দাম ২১ ক্যারেটে ৯৯১ টাকা কমিয়ে ৭৭ হাজার ৬২৪ টাকা, ১৮ ক্যারেটে ৯৩৩ টাকা কমিয়ে ৬৬ হাজার ৪৮৫ টাকা, আর সনাতন পদ্ধতিতে ৭০০ টাকা কমিয়ে ৫৫ হাজার ১৭১ টাকা করা হয়েছে। দেশের বাজারে বর্তমানে এ দামেই সোনা বিক্রি হচ্ছে।

এর আগে কয়েক দফা বাড়ে সোনার দাম। এতে সব রেকর্ড ভেঙে দাম ছাড়িয়ে যায় ৮৪ হাজার টাকায়।

বিশ্ববাজারে সোনার দরপতন শুরু হয় আগস্টের মাঝামাঝি সময় থেকে। গত ১২ আগস্ট প্রতি আউন্স সোনার দাম ছিল ১ হাজার ৮০১ দশমিক ৮২ ডলার। এরপর দাম কমে গত সপ্তাহে প্রতি আউন্সের দাম দাঁড়ায় এক হাজার ৬৪৩ দশমিক ২৬ ডলারে।