চট্টগ্রাম

পটিয়ায় পূজামণ্ডপে প্রতিমা ভাংচুর


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

চট্টগ্রামের পটিয়া উপজেলার বরলিয়া ইউনিয়নের মেলঘর পশ্চিমপাড়ায় হিন্দু সম্প্রদায়ের শারদীয়া দুর্গপূজা মণ্ডপের প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। গতকাল রবিবার রাতের অন্ধকারে দুর্বৃত্তরা এই প্রতিমা ভাংচুর করেছে বলে অভিযোগ করেছেন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দরা।

মেলঘর পশ্চিমপাড়া পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুমন দে জানান, পূজামণ্ডপ লোহার গ্রিলে তালাবদ্ধ অবস্থায় ছিল। কিন্তু রাতে কে বা কারা লোহার পাইপ দিয়ে প্রতিমার মাথা টেনে ভেঙে পেলে। সোমবার ভোর ৫টার দিকে প্রতিমা নির্মাণের কারিগর মণ্ডপে কাজ করতে আসলে পূজামণ্ডপের নির্মিত প্রতিমার মাথা ভাঙ্গা অবস্থায় দেখে কমিটির লোকজনকে খবর দেন। পরে তারা এসে পটিয়া থানা ও উপজেলা নিবার্হী কর্মকর্তাকে মোবাইল ফোনে ঘটনাটি অবহিত করেন।

প্রতিমা ভাংচুরের খবর পেয়ে (১১ অক্টোবর) সোমবার সকালে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমদ, পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার, বরলিয়া ইউপি চেয়ারম্যান শাহিনুল ইসলাম শানু, দক্ষিণ জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক রুবেল দেব, পটিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি যদুরঞ্জন চৌধুরী, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, পৌরসভার সভাপতি প্রণব দাশ, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ সাধারন সম্পাদক তাপস দে, সহ-সভাপতি দিলীপ ঘোষ দিপু, উপজেলা জম্মাষ্ঠমী পরিষদ সভাপতি শ্যামল মাস্টারসহ বিভিন্ন নেতৃবৃন্দ পরিদর্শন করেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমদ জানান, পূজামণ্ডপে প্রতিমা ভাংচুরের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত প্রতিমা মেরামত করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ হাজার টাকা প্রদান করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।

পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার বলেন, মেলঘর এলাকা প্রতিমা ভাংচুরের সাথে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।