আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব সস্ত্রীক করোনায় আক্রান্ত


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ও তার স্ত্রী মীরা ভট্টাচার্য।

মঙ্গলবার (১৮ মে) রাতে মীরা ভট্টাচার্যের শ্বাসকষ্ট সমস্যা দেখা দেয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আর বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য।

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, বুদ্ধদেব ভট্টাচার্যের শরীরে অক্সিজেনের মাত্রা এখনো উদ্বেগজনক নয়। তবে তার দল ভারতের কমিউনিষ্ট পার্টির (সিপিএম) নেতারা বাড়িতে রেখে তার চিকিৎসা করাতে চাইছেন না। কারণ তিনি দীর্ঘদিনের সিওপিডির রোগী। তবে তারা জানিয়েছেন হাসপাতালে যেতে রাজি নন বুদ্ধদেব ভট্টাচার্য। পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। এদিকে করোনা মহামারির কারণে দীর্ঘদিন ধরেই বুদ্ধদেব ভট্টাচার্য ও তার স্ত্রী তেমন বাড়ির বাইরে বের হন না। এবার ভোটও দিতে যাননি তিনি।

তবে গত কয়েকদিন ধরে শারীরিক সমস্যা দেখা দেয়ায় তাদের করোনা পরীক্ষা করা হয়। মঙ্গলবার সকালে সেই রিপোর্ট পজিটিভ আসে।