জাতীয়

প্রবাসীদের পাসপোর্টের মেয়াদ বাড়াতে ফি লাগবে না


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, প্রবাসীদের পাসপোর্টের মেয়াদ এক বছর বাড়ানোর জন্য কোনো প্রকার ফি লাগবে না।

বুধবার (১০ মার্চ) সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ তথ্য জানান।

সৌদি আরবে তিনদিনের সফর শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বুধবার সকালে ঢাকায় ফিরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আজ একটি বৈঠক হয়েছে। বৈঠকে আমরা প্রস্তাব দিয়েছি প্রবাসীদের পাসপোর্টের এক বছর মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে কোনো প্রকার ফি না নিতে। এ প্রস্তাব গৃহীত হয়েছে। এ বিষয়ে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে চিঠি দেবো। ’

তিনি বলেন, ‘প্রবাসে এক বছর পাসপোর্টের মেয়াদ বাড়াতে ২৫ ডলার ফি নেওয়া হয়। এই ফি লাগবে না। সৌদি আরবে টিকা নেওয়ার জন্য তাওয়াক্কাল অ্যাপে আবেদন করতে হয়। আমাদের প্রবাসীদের, যাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছে, তারা টিকা নিতে পারছিলেন না। এক বছর মেয়াদ বাড়ালে তারা সেটা নিতে পারবেন। বিষয়টি নিয়ে সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলাপ হয়েছে। ’

এক প্রশ্নের উত্তরে শাহরিয়ার আলম বলেন, ‘সৌদির বড় বিনিয়োগ আনতে হলে আমাদের সক্ষমতাও বাড়াতে হবে। ’

অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘সৌদি সীমান্তে মাইন অপসারণে সহায়তা লাগলে আমরা সেটা দেবো। কুয়েত যুদ্ধের পর গত তিন যুগ ধরে আমরা ওই অঞ্চলে এ সহায়তা দিয়ে আসছি। ’