খেলা

ফাইনালের আগে ফ্রান্স দলে করোনার হানা


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

উয়েফা নেশন্স লিগের ফাইনালের আগে বড় ধাক্কা খেলো ফ্রান্স। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্কোয়াড থেকে ছিঁটকে গেলেন মিডফিল্ডার আদ্রিওঁ রাবিও। আজ শনিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ)। কোভিড আক্রান্ত রাবিওকে আইসোলেশনে রাখা হয়েছে। দলের সঙ্গে ফাইনালে তুরিন থেকে মিলানে যাওয়া হচ্ছে না তার।

দ্বিতীয়বারের মতো আয়োজিত নেশন্স লিগের শিরোপা লড়াইয়ে আগামী রোববার স্পেনের মুখোমুখি হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। সান সিরোয় বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে ম্যাচটি শুরু হবে।

দ্বিতীয় সেমি-ফাইনালে বেলজিয়ামকে হারানোর ম্যাচে ফ্রান্সের শুরুর একাদশে ছিলেন রাবিও। ৩-২ গোলের নাটকীয় জয়ের ম্যাচের ৭৫তম মিনিটে তাকে তুলে নেন কোচ। ফাইনালেও দলে জায়গা পাওয়ার সম্ভাবনা ছিল তার। কিন্তু করোনায় আক্রান্ত হওয়ায় বাদ পড়েছেন তিনি। জুভেন্টাসের এই মিডফিল্ডারের শূন্যতা পূরণে নতুন কাউকে দলে ডাকেননি কোচ দিদিয়ে দেশম। ফাইনালে তার জায়গায় খেলতে পারেন মোনাকোর মিডফিল্ডার অহেলিয়া শুমেনি।