প্রধান পাতা

ফের করোনায় আক্রান্ত এমপি রুমিন

(Last Updated On: )

আবারও করোনায় আক্রান্ত হয়েছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।

বুধবার (২ ফেব্রুয়ারি) দলের চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, রুমিন ফারহানার কোভিড-১৯ পজিটিভ এসেছে। তবে তিনি সুস্থ আছেন, বাসায় থেকে চিকিৎসকের পরামর্শে ব্যবস্থা নিচ্ছেন।

এর আগে ২০২০ সালের ১২ আগষ্ট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন রুমিন ফারহানা। এর ১১ দিন পর তিনি সুস্থ হয়ে উঠেন।