প্রধান পাতা

ফেসবুকে ধরা ‘বহুরূপী’ স্ত্রী: নানা নামে সম্পর্ক ও বিয়ের প্রতারণা


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

তিনি কারো কাছে মিনু আক্তার (৩৬), কখনো ফাতেমা আক্তার রোমান আবার কখনো নাছমিন আক্তার। তাঁর তিনটি জাতীয় পরিচয়পত্রে দুটি ভিন্ন ঠিকানা রয়েছে। বাবা মায়ের নাম একই হলেও নিজের নাম বসিয়েছেন ভিন্ন ভিন্ন। তবে এসব পরিচয়পত্রে তাঁরই ছবি রয়েছে। এভাবে একাধিক নাম ঠিকানায় জাতীয় পরিচয়পত্র বানিয়ে প্রতারণার বিয়ে ও সম্পর্ক তৈরি করে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে এই নারীর বিরুদ্ধে।

মিনুর ঠিকানা হিসেবে রয়েছে গাজীপুর জেলার টঙ্গীর ৪০৩ হোল্ডিংয়ের শাহীনুর কুঞ্জ ও রাঙামাটি বাঘাইছড়ি থানার উগলছড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড। তাঁর বাবার নাম আলি আহাম্মদ ও মা শামসুন্নাহার। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাঁর ছবি দিয়ে ভিন্ন ভিন্ন নামে রয়েছে ৫ আইডি। কথায় বলে, অপরাধী নিজের অজান্তে কোনো না কোনো চিহ্ন রেখে যায়। তিনিও একাধিক ফেসবুক খুলে একটিতে এক যুবকের সাথে ছবি পোস্ট করে ধরা খেলেন। তাঁর প্রবাসী স্বামী ইমাম হোসেন (৩৮) এর চোখে পড়লে একের পর এক সব গোমর ফাঁস হতে থাকে।

ভুক্তভোগী স্বামী কাতার প্রবাসী ইমাম বুধবার (৮ সেপ্টেম্বর) ওই নারীর বিরুদ্ধে আদালতে নালিশি অভিযোগ করেছেন। তিনি বায়েজিদ বোস্তামী থানার রুবি গেটের জনৈক নুর আলনের ছেলে। ইমামের সাথে বিয়ে বহাল থাকাকালে ওই নারীকে বিয়ের অভিযোগে মোস্তফা জামিল (৩৭) ও রাশেদ (৩৮) নামে দুই ব্যক্তির বিরুদ্ধে ব্যভিচারের অভিযোগ আনা হয় এতে। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমান অভিযোগটিকে এজাহার হিসেবে গ্রহণ করতে নগরের বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।

বাদিপক্ষে এডভোকেট গোলাম মাওলা মুরাদ বলেন, আদালত অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ফেসবুকে কাতারপ্রবাসী ইমাম ও মিনুর সাথে বন্ধুত্বের পর কাতার প্রবাসী ইমাম হোসেন দেশে এলে ২০১৯ সালের ৬ ফেব্রুয়ারি এদের বিয়ে হয়। বিয়েতে ১০ লাখ টাকা কাবিন ধরা হয়। এর পর ইমাম কাতার ফিরে গেলে বিভিন্ন প্রয়োজনের কথা বলে মিনু ৭ লাখ টাকা নেন। মিনু ঢাকার আশুলিয়ার একটি গার্মেন্টসে ফাতেমা আক্তার রোমানা পরিচয়ে চাকুরি নেন। টাকা পাওয়ার পর মিনু ইমামকে অবহেলা করা শুরু করে। ইমাম বিদেশে বসে জানতে পারে তাঁর রুবি গেটের বাসায় মানুষের অস্বাভাবিক আনাগোনা শুরু হয়েছে। পরে তিনি দেশে ফিরেন। এরপর খুঁজে পান মিনুর একে একে তিন-তিনটি পরিচয়পত্র, আরও এক বিয়ের কাবিননামা এবং ফেসবুকে রাশেদ নামের এক যুবকের সাথে স্বামী-স্ত্রী পরিচয়ে ছবি। গতবছর ২০ ফেব্রুয়ারি জামিলের সাথে বিয়ে করার কাবিনও খুঁজে পান ইমাম। ইমামের সাথে সম্পর্ক বহাল থাকাকালেই ওই বিয়ে করেন বলে মামলায় উল্লেখ করা হয়।