জাতীয়

ফেসবুকে ‘হেফাজতের পোস্ট শেয়ার’, আ.লীগ নেতা কারাগারে


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

হেফাজতে ইসলামের ‘সরকার বিরোধী পোস্ট’ ফেসবুকে শেয়ার করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার আওয়ামী লীগের মানিকগঞ্জের স্থানীয় এক নেতাকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে তাকে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

কারাগারে পাঠানো ওই স্থানীয় নেতার নাম অলি আহমেদ (৫২)। তিনি মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। ছাত্রলীগের এক নেতার মামলায় গতকাল বুধবার রাতে অলি আহমেদকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় বলে জানান সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন।

মামলার বাদী উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক টিপু সুলতান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি এবং সরকারবিরোধী হেফাজত ইসলামের বিভিন্ন অপপ্রচার আওয়ামী লীগের নেতা অলি আহমেদ তার ব্যক্তিগত ফেসবুক পেজে নিয়মিত পোস্ট ও শেয়ার করতেন। এ বিষয়ে তাকে একাধিকবার অবগত করা হলেও তিনি তাতে কান দেননি।

ছাত্রলীগ নেতা টিপু সুলতান জানান, গতকাল বুধবার হেফাজত ইসলামের সরকারবিরোধী একটি অপপ্রচার তিনি তার ফেসবুক পেজে শেয়ার করেন। এ কারণে ক্ষুব্ধ হয়ে তিনি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেছেন।

এ বিষয়ে জয়মন্টপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রিয়াজুল ইসলাম জানান, ইউনিয়ন আওয়ামী লীগের কমিটিতে আগামীতে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে অলি আহমেদ পোস্টার, ফেস্টুন ছাপিয়ে প্রচার প্রচারণা চালিয়ে আসছেন। অলি আহমেদ মোবাইল ফোন ঠিকমতো ব্যবহার করতে পারেন না বলে জানান তিনি।