খেলা

বাংলাদেশের কাছে ক্ষমা চাইলেন ম্যাচ রেফারি জেফ ক্রো


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে বৃষ্টি আইনে ঘটে গেছে এক কাণ্ড। বাংলাদেশ ব্যাটিংয়ে নামার আগে জানতোই না যে কতো রান তাড়া করতে হবে!

প্রথমে বলা হলো, জয়ের জন্য ১৬ ওভারে ১৪৮ রান করতে হবে টাইগারদের। পরে ১.৩ ওভারের সময় খেলা থামিয়ে হিসাব করে বের করা হলো ১৬ ওভারে ১৭০! এই ঘটনা নিয়ে তোলপাড় পড়ে যায় ক্রিকেট পাড়ায়। শেষ পর্যন্ত অনাকাঙ্খিত এই ভুলের জন্য বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে বাধ্য হলেন, ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেন নিউজিল্যান্ডের সাবেক ব্যাটসম্যান জেফ ক্রো।

ম্যাচটি ২৮ রানে হেরে এক ম্যাচ বাকি থাকতে সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ। দুর্দান্ত ব্যাটিংয়েও দলকে জয় এনে দিতে পারেননি সৌম্য সরকার। তিনি উইকেটে থাকাকালীন জয়টা অসম্ভব মনে হচ্ছিলো না বাংলাদেশের। প্রথম ১০ ওভারে নাঈম ও সৌম্যর ব্যাটিংয়ে জয়ের ট্র্যাকে ছিলো টাইগারররা।

তবে সব ছাপিয়ে আলোচনায় ওঠে এলে ম্যাচ রেফারির সেই ভুল। এমনকি কিউই তারকা জিমি নিশামও একাধিক টুইট করে ম্যাচ রেফারির এমন সিদ্ধান্তের সমালোচনা করেন।