জাতীয়

‘বাংলাদেশ প্রথম থেকেই ভ্যাকসিন পাবে’


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা জানিয়েছেন, বাংলাদেশের করোনা ভ্যাকসিন পেতে কোনো সমস্যা হবে না। প্রথম থেকেই বাংলাদেশ ভ্যাকসিন পাবে।

সোমবার ( ৪ জানুয়ারি) সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

শ্রিংলা বলেন, সিরাম ইন্সটিটিউটের সিইও যে বক্তব্য দিয়েছেন, তা আমাদের নজরে এসেছে। তবে প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের দুশ্চিন্তার কারণ নেই। বাংলাদেশ এই ভ্যাকসিন অগ্রাধিকার ভিত্তিতে পাবে।

এর আগে, পররাষ্ট্রমন্ত্রী ড.এ.কে. আব্দুল মোমেন জানান, ভারত বাংলাদেশকে যথাসময়ে ভ্যাকসিন দেবে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।