জাতীয়

বিশ্বজিৎ হত্যা: ১০ বছর পর যাবজ্জীবনের আসামি গ্রেপ্তার


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

বহুল আলোচিত বিশ্বজিৎ হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোশাররফ হোসেনকে প্রায় ১০ বছর পর গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

রাজধানীর গুলশান এলাকা থেকে রোববার বিকেল ৪টার দিকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-২।

২০১২ সালের ৯ ডিসেম্বর রাজধানীর বাহাদুর শাহ পার্কের পাশে দর্জি দোকানের কর্মচারী বিশ্বজিৎ দাসকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় হত্যা মামলায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ২১ আসামিকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন।

বিচারিক কার্যক্রম শেষে ২০১৩ সালের ১৮ ডিসেম্বর ২১ আসামির আটজনকে মৃত্যুদণ্ড এবং ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত।

ওই মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত মোশাররফ পলাতক ছিলেন। ২০১৭ সালে হাইকোর্ট তার যাবজ্জীবন কারাদণ্ডের রায় বহাল রাখে। হাইকোর্টের রায় ঘোষণার সময়ও মোশাররফ পলাতক ছিলেন।

র‍্যাব-২-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি ফজলুল হক বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-২-এর একটি আভিযানিক দল রোববার বিকেলে গুলশান এলাকা থেকে মোশাররফ গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করেন।’