আন্তর্জাতিক

বিশ্বের সবচেয়ে বয়সী নারী রেহতী বেগম!


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

গিনেস বুক অনুযায়ী বর্তমানে বিশ্বের সবচেয়ে বয়সী নারী জাপানের কানি তানাকা। তার বয়স ১১৮ বছর।কিন্তু সম্প্রতি ১২৪ বছর বয়সী এক নারীর সন্ধান পাওয়া গেছে। তার নাম রেহতী বেগম। বাড়ি কাশ্মীরের বরমুলায়।  

করোনা ভাইরাসের টিকা দিতে গিয়ে সন্ধান মিলেছে এই নারীর। রেশন কার্ড অনুযায়ী তার বয়স এখন ১২৪ বছর। রেশন কার্ড ছাড়া তার এই বয়স প্রমাণের আর কোনো ডকুমেন্ট পাওয়া যায়নি।  

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, টিকা দিতে গিয়ে স্বাস্থ্যকর্মীরা তাকে খুঁজে পেয়েছেন।  

এ যাবৎকালের সবচেয়ে বয়সী নারীর বয়সও ১২২ বছর। সে হিসাবে রেহতী বেগম সব রেকর্ড ভেঙে দিয়েছেন।  

তবে রেহতী বেগমের বয়স এখনও গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস থেকে স্বীকৃত নয়। তা সত্ত্বেও তার এই বয়সের তথ্য জানিয়েছেন স্বাস্থ্যকর্মীরা। একজন চিকিৎসক নিশ্চিত করে বলেছেন, রেহতী বেগমকে ভ্রাম্যমাণ একটি টিকাদান ইউনিট বুধবার টিকা দিয়েছে।