জাতীয়

বুড়িগঙ্গায় নৌকাডুবিতে মা-মেয়ের মৃত্যু, মা-ছেলে নিখোঁজ


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

 কামরাঙ্গীরচর হুজুরপাড়া ফ্যান ফ্যাক্টরি সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় রেখা বেগম (২৯) ও তার মেয়ে সানজিদার (৮) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

এখনো দুইজন নিখোঁজ রয়েছে।

সোমবার (১ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে কামরাঙ্গীরচর হুজুরপাড়া ফ্যান ফ্যাক্টরি সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে ১১ জন যাত্রী নিয়ে একটি ডিঙ্গি নৌকা ডুবে যায়।  

এ ঘটনায় বাকিরা সাঁতার কেটে তীরে উঠতে পারলেও চারজন নিখোঁজ থাকে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা পানির নিচ থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে।

ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, একটি ডিঙ্গি নৌকা ১১ জন যাত্রী নিয়ে নদী পার হচ্ছিল। এ সময় একটি বাল্কহেডের ধাক্কায় নৌকাটি ডুবে যায়। এতে সাতজন সাঁতরে তীরে উঠলেও চারজন নিখোঁজ হয়।

নিখোঁজ চারজনের মধ্যে রেখা বেগম ও তার মেয়ে সানজিদার মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও শীতল (২৭) ও তার ছেলে শফিকুলের (৭) সন্ধানে ডুবুরিরা কাজ করছে।