খেলা

বৃষ্টি থামায় খেলা শুরু হয়েছে, দ্বিতীয় দিনে হবে ৬৬ ওভার


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

বৃষ্টি বাধায় প্রথম দিনের শেষ সেশন ও দ্বিতীয় দিনের শুরুর সেশন খেলা যায়নি। দীর্ঘ আড়াই ঘণ্টার গুঁড়িগুঁড়ি বৃষ্টি বাধা কাটিয়ে অবশেষে মাঠে গড়িয়েছে দ্বিতীয় দিনের খেলা। আগের দিন ৫৭ ওভার ব্যাট করে দুই উইকেট হারিয়ে ১৬১ রান তোলা পাকিস্তান দ্বিতীয় দিনের মতো ব্যাট করছে।

আজ রোববার মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে সকালের সেশন না হওয়ায় মধ্যাহ্নভোজের জন্য ৪০ মিনিট বিরতি দেওয়া হয়। ফলে খেলা শুরু হওয়ার কথা ছিল ১২টা ১০ মিনিটে। কিন্তু বৃষ্টি চলমান থাকায় তা শুরু হয় পৌনে ১টার দিকে।

প্রথম সেশন মাঠে গড়াতে না পারায় বিকেল ৩টা ১০মিনিট পর্যন্ত দ্বিতীয় সেশনের খেলা চলবে। চা বিরতি ২০ মিনিট দিয়ে দিনের তৃতীয় সেশন শুরু হবে সাড়ে তিনটায় যা শেষ হবে সন্ধ্যা সাড়ে ৫টা। পুরোদিনে ৬৬ ওভার খেলা মাঠে গড়াবে।

এর আগে গতকাল শনিবার প্রথম দিনের খেলাতেও বৃষ্টি বাধা হয়ে দাঁড়িয়েছিল। তবে সবচেয়ে বড় বাধা ছিল আলোর স্বল্পতা। ফ্লাড লাইট দিয়ে দুই সেশন চালিয়ে নেওয়া সম্ভব হলেও তৃতীয় সেশন আর মাঠে গড়ায়নি। পরে মাঠে থাকা আম্পায়ার্সদের সিদ্ধান্ত অনুযায়ী, দিনের ৩৩ ওভার বাকি থাকতেই দিনের সমাপ্তি টানা হয়।