জাতীয়

ভোট না দেওয়ায় ‘প্রতিবন্ধী’ ভিক্ষুককে হত্যাচেষ্টার অভিযোগ


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সোহরাব হোসেন খান ও তার সমর্থকদের বিরুদ্ধে খলিল খা নামে এক প্রতিবন্ধী ভিক্ষুককে শ্বাসরোধ করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিচার চেয়ে গতকাল শনিবার সন্ধ্যায় ওই ভিক্ষুক সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৮ নভেম্বর তৃতীয় ধাপের নির্বাচনে আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র চেয়ারম্যান পদে বিজয়ী হন সোহরাব খান। এ নির্বাচনে আরেক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মজিবর রহমানকে সমর্থন করে খলিল। এতেই ক্ষিপ্ত হয়ে খলিলকে একা পেয়ে শ্বাসরোধ করে হত্যাচেষ্টা করে সোহরাব খানের ভাই আনোয়োর খান ও তার ছেলে সজিব খানসহ বেশ কয়েকজন। পরে এ ঘটনায় ওই প্রতিবন্ধী বাদী হয়ে সদর মডেল থানায় নবনির্বাচিত চেয়ারম্যানসহ তিনজনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেন।

খলিল অভিযোগ করে বলেন, ‘সোহরাব খানের নির্দেশে তার ভাই ও ভাইয়ের ছেলে দলবল নিয়ে আমার ওপর হামলা চালায়। আমাকে সবাই মিলে মারধর করে। আমি এ ঘটনার বিচার দাবিতে থানায় অভিযোগ দিয়েছি। প্রশাসনের সহযোগিতা চাই।’

তবে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন চেয়ারম্যান সোহরাব খান।  তিনি বলেন, ‘ভিক্ষুককে আমি মারধর কেন করবো? আমি কিছু করিনি। তবে ওই ভিক্ষুকের সঙ্গে একটু ঝামেলা হয়েছিল, যা মীমাংসা হয়ে গেছে।’

মাদারীপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) এএইচএম সালাউদ্দিন বলেন,‘থানায় এ বিষয়ে অভিযোগ পেয়েছি। পুলিশ তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবে।’

মাদারীপুরের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, ‘ঘটনার সঙ্গে যেই জড়িত হোক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’