প্রধান পাতা

বোয়ালখালীতে চারটি অস্থায়ী দোকান উচ্ছেদ


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

বোয়ালখালী উপজেলার ফুলতল নামক স্থানে সড়ক ও খালের জায়গা অবৈধভাবে দখল করে নির্মিত চারটি অস্থায়ী দোকান উচ্ছেদ করা হয়। আজ মঙ্গলবার( ০৩ জানু ২০২৩) উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন জানান সড়ক ও মহাসড়কের জায়গা অবৈধভাবে দখল করে নির্মিত স্থায়ী ও অস্থায়ী স্থাপনাসমূহ সরিয়ে নেওয়ার জন্য বারবার মাইকিং করা সত্ত্বেও অবৈধ দখলদারগণ স্থাপনা সরিয়ে না নেওয়ায় এই অভিযান পরিচালনা করা হয়।

এসময় উচ্ছেদ কার্যক্রমে সহযোগিতা করেন বোয়ালখালী থানা পুলিশ এবং বোয়ালখালী পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীবৃন্দ।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।