প্রধান পাতা

বোয়ালখালীতে জাতীয় মৎস্য সপ্তাহের কর্মসূচি ঘোষণা


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

বোয়ালখালীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ৭দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ২৩ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত এসব কর্মসূচি পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা) স্বপন চন্দ্র দে। ২২ জুলাই বিকেলে সংবাদ সম্মেলনে তিনি বলেন, এবারের জাতীয় মৎস্য সপ্তাহে ‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে শোভাযাত্রা, উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা এবং মৎস্য চাষি, উদ্যাক্তা ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান, পোনা অবমুক্তকরণ, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি উপজেলা মৎস্য ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন, মৎস্যচাষি ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময় সভা, অবৈধ জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা, মৎস্য চাষিদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা করা হবে, চাষি ও সুফল ভোগীদের মাঝে মৎস্য চাষের বিভিন্ন উপকরণ বিতরণ, জাতীয় মৎস্য সপ্তাহ-২২ এর মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সহকারী মৎস্য কর্মকর্তা শিমুল বড়ুয়া, মেরিন ফিসারিজ কর্মকর্তা রাশে আদে মোরসালিন, ক্ষেত্র সহকারী আবু মোহাম্মদ নোমান ও অফিস সহকারী প্রকাশ কুমার দাশ।