জাতীয়

ভারত থেকে অ্যাস্ট্রাজেনেকার ১০ লাখ টিকা আসছে বিকেলে


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

ভারতের সেরাম ইন্সটিটিউট থেকে বাংলাদেশের টিকা ক্রয়ের চুক্তির আওতায় ১০ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা আসছে বিকেলে। আজ শনিবার বিকেলে টিকার চালান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে। করোনাভাইরাস মহামারি চরম আকার ধারণ করায় গত এপ্রিলে টিকা রপ্তানি নিষেধাজ্ঞার পর বাংলাদেশেই প্রথম টিকা পাঠাচ্ছে ভারত।

বাংলাদেশের সরকার গত বছরের ১৩ ডিসেম্বরে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকার তিন কোটি ডোজ কেনার জন্য সেরামের সঙ্গে চুক্তি সই করে। টিকা পেতে সেরামকে প্রায় এক হাজার ৩০০ কোটি টাকা অগ্রীম পরিশোধ করা হয়েছে। চুক্তি অনুযায়ী, বাংলাদেশের প্রতি মাসে ৫০ লাখ ডোজ পাওয়ার কথা ছিল। কিন্তু এ পর্যন্ত দুই কিস্তিতে মাত্র ৭০ লাখ ডোজ টিকা পাওয়া গেছে। এ ছাড়া, ভারত সরকার উপহার হিসেবে ৩৩ লাখ ডোজ টিকা পাঠিয়েছিল। এরপর আজ আসছে এই ১০ লাখ ডোজ টিকা

বেক্সিমকোর ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন আজ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ বিকেল ৫টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ১০ লাখ ডোজ টিকা আসছে।