চট্টগ্রাম

ভিসি যেখানে নারী, সেখানে অনিরাপদ কেন আমি?


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এক ছাত্রীকে হেনস্তার প্রতিবাদ ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।  

বৃহস্পতিবার (২১ জুলাই) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সামনে থেকে শুরু হয় এ প্রতিবাদ।

পরে শিক্ষার্থীরা বঙ্গবন্ধু চত্বরের সামনে দ্বিতীয় দফায় প্রতিবাদ জানান। এ মুহুর্তে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে অবস্থান নিয়ে আন্দোলন করছে।  

মানববন্ধনে শিক্ষার্থীদের বিভিন্ন প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানাতে দেখা যায়। এসময় ‘ভিসি যেখানে নারী, সেখানে অনিরাপদ কেন আমি?’ ‘সুবোধ তুই পালিয়ে যা তোর ভাগ্যে নিরাপত্তা নাই’, ‘নিরাপদ ক্যাম্পাস চাই, নাম অবশ্যই প্রশাসনের জানা, তবে মামলা কেন অজ্ঞাতনামা’ স্লোগান দেন তারা।

শিক্ষার্থীরা বলেন, আমরা নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আজ অবস্থান নিয়েছি। বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীর সঙ্গে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে আমরা এর সুষ্ঠু বিচার চাই। যারা এর সঙ্গে জড়িত তাদের ছাত্রত্ব বাতিল করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের দাবি আদায়ের বিষয়ে প্রশাসনকে নিশ্চয়তা দিতে হবে।