তথ্য প্রযুক্তি লাইফ স্টাইল

মধ্যবিত্তের জন্য স্মার্টফোন আনলো স্যামসাং


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

মধ্যবিত্তের হাতে স্মার্টফোন তুলে দিতে নতুন ডিভাইস আনলো স্যামসাং। ফোনটির মডেল গ্যালাক্সি এম০২এস। এই ফোনে থাকছে শক্তিশালী ব্যাটারি এবং ভালো মানের ক্যামেরা। সম্প্রতি আন্তর্জাতিক বাজারে ফোনটি অবমুক্ত করে স্যামসাং।

সাশ্রয়ী দামের ফোন হলেও এতে ১৫ ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি ব্যবহৃত হয়েছে। এই ফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৫০ মডেলের চিপসেট। ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে।

৩ জিবি র‌্যাম ও ৩২ জিবি রম ও ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি রমে ফোনটি পাওয়া যাবে। কালো নীল ও লাল রঙে পাওয়া যাবে ডিভাইসটি। এই ফোনটি চলবে অ্যানড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে। ফোনে থাকছে ৬.৫ ইঞ্চি স্ক্রিন। যার রেজোলিউশন এইচডি প্লাস। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ২০:৯।

ক্যামেরায় থাকছে ১৩ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। এরসঙ্গে থাকছে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যার অ্যাপারচার এফ/২.২।

ফোনটি বাংলাদেশের বাজারে আসলে এর দাম হবে ১২-১৪ হাজার টাকার মধ্যে।