প্রবাস

মালদ্বীপে ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড পেলেন ১৩ বাংলাদেশি


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

মালদ্বীপ ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড পেয়েছেন ১৩ জন বাংলাদেশি। শনিবার (২৩ অক্টোবর) দেশটির ন্যাশনাল আর্ট গ্যালারিতে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়েছে।

পিস অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন- শাওন চৌধুরী, আরিফুল ইসলাম জিয়া, ডক্টর হামিদা খানম, রাজিয়া সুলতানা ইতি, নার্গিস জামায়েত, অলিউর রহমান, মো. হাফিজুর রহমান, প্রফেসর রতন চন্দ্র সাহা, আব্দুল্লাহেল বাবলু, মোহাম্মদ সাদিউ জামান, মো. স্বপন মিয়া (শাহরিয়ার স্বপন), মো. শামসুল আলম ও মোহাম্মদ দেলোয়ার হোসেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস্টেট মিনিস্টার মো. আকরাম, ডিরেক্টর অব ইন্ডিয়ান আর্ট কালচারার (বাই আইসিসিআর) হাইকমিশনার ড. সায়দা তারভির নাসরিন প্রমুখ।

মালদ্বীপস ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড-২১ এর বিভিন্ন ইভেন্টে পদক গ্রহণের জন্য বাংলাদেশ থেকে প্রতিনিধি দলটি গত ২২ অক্টোবর মালদ্বীপে যায়। প্রতিনিধি দলের অর্গানাইজার হিসেবে ছিলেন রাজশাহী আর্ট কলেজের প্রভাষক নারগিস পারভীন (সোমা)। ২৬ অক্টোবর দলটি মালদ্বীপ থেকে দেশে ফিরবে।