মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ গত এক বছরে ২২ হাজারের বেশি অবৈধ প্রবাসীকে আটক করেছে। তাদের মধ্যে বাংলাদেশি রয়েছেন ২ হাজার ৮৪৫ জন। আজ সোমবার দেশটির স্থানীয় পত্রিকা সিনার হারিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
দেশটির ইমিগ্রেশন বিভাগের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়েছে, গত এক বছরে দেশটিতে আটক হওয়া অবৈধ নাগরিকদের মধ্যে ইন্দোনেশিয়ার ৯ হাজার ৭০৯ জন, মিয়ানমারের ৩ হাজার ৬২৭ জন, বাংলাদেশের ২ হাজার ৮৪৫ জন, থাইল্যান্ডের ১ হাজার ৪৯৪ জন, ভারতের ১ হাজার ৪৬২ জন, ফিলিপাইনের ১ হাজার ১৬৪ জন, পাকিস্তানের ৬৫৫ জন, নেপালের ৪৩৭ জন, কম্বোডিয়ার ৩৬৭ জন এবং ভিয়েতনামের ৩৪২ জন নাগরিক রয়েছেন।
এছাড়া, দেশটিতে অবৈধ প্রবাসীদের কাজ দেওয়ায় এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে ৩৪৩ জন নিয়োগকর্তাকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।
দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি খাইরুল যাইমি দাউদ সিনার হারিনা পত্রিকাকে দেওয়া এক সাক্ষাতকারে জানিয়েছেন, মালয়েশিয়ায় আসা সকল প্রবাসীকে অবশ্যই এ দেশের আইন মানতে হবে এবং সম্মান করতে হবে। যারা এ দেশে বসবাস করছেন এবং ভিসার মেয়াদ শেষ হওয়ার পর নিজ দেশে ফেরত যায়নি তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। দেশের আইন অমান্য করে যারা মালয়েশিয়ায় বসবাস করবেন তাদের গ্রেপ্তার করা হবে। তাদের বিরুদ্ধে মামলা করে কারাগারে পাঠানো হবে। পরে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে।