জাতীয়

মোবাইল ফোন ফেলে আত্মগোপনে প্রধানমন্ত্রীকে ‘হুমকিদাতা’ চাঁদ


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’ দেওয়া রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তিনি তার ব্যবহৃত মোবাইল ফোন ফেলে আত্মগোপনে গেছেন বলে জানিয়েছেন রাজশাহীর পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন।

আজ মঙ্গলবার এ বি এম মাসুদ হোসেন গণমাধ্যমকে বলেছেন, চাঁদকে গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা চলছে। কিন্তু তাকে এখনো পাওয়া যায়নি। বিভিন্নস্থানে খোঁজা হচ্ছে।’

পুলিশ সুপার বলেন, ইতোমধ্যেই চাদের গ্রামের বাড়ি চারঘাটের মাড়িয়াতেই অভিযান পরিচালনা করা হয়েছে। কিন্তু  নিজের ব্যবহৃত মোবাইল ফোন ফেলে রেখে আত্মগোপনে যাওয়ায় চাঁদকে খুঁজে পেতে সময় লাগছে। তবে তথ্য-প্রযুক্তি মাধ্যমে চাঁদের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে। যে কোনো সময় তিনি ধরা পড়বেন।

গত ১৯ মে বিকেলে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত এক সমাবেশে চাঁদ বলেন, ‘আর ২৭ দফা ১০ দফার মধ্যে আমরা নাই। এক দফা- শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা করার দরকার আমরা করব।’

এই বক্তব্যের ভিডিও গত রোববার বিকেলে ছড়িয়ে পড়লে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। গতকাল সোমবার দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি পালন করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। এর আগে রোববার দিবাগত মধ্যরাতেই রাজশাহীর পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের নেতা আবুল কালাম আজাদ চাঁদের বিরুদ্ধে থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন। গতকাল রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কাশিয়াডাঙ্গা থানায় তার বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়। এ ছাড়া তার বিরুদ্ধে দেশের বিভিন্ন জায়গায় মামলা হয়েছে।