চট্টগ্রাম

রাউজানে গৃহবধূ হত্যাকাণ্ড : দুই আসামি গ্রেপ্তার


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

চট্টগ্রামের রাউজানে গৃহবধূ রোকসানাকে খুনের ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। গ্রেপ্তারকৃতরা হলো- রাউজান থানার কদলপুর এলাকার মৃত লাল মিয়ার ছেলে মো. সোহেল (৩০) ও একই থানার গচ্ছি এলাকার ছগীর আহম্মদের ছেলে মো. জহির (৩০)।

রবিবার (১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় রাঙ্গুনিয়ার ইমামনগর থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।

তিনি বলেন, ‘নিহত রোকসানাকে টাকার জন্য তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতো। গত বছরের ২৭ নভেম্বর রোকসানার মা-বাবা জানতে পারেন, তার মেয়ে তার স্বামীর বাড়ি থেকে নিখোঁজ হয়েছে। পরে ১ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় রাউজান থানা পুলিশ রোকসানার স্বামীর বসতঘর সংলগ্ন বাউন্ডারির দেয়ালের ড্রেন থেকে রোকসানার অর্ধগলিত লাশ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে পুলিশ নিশ্চিত হয় নিহত রোখসানাকে তার শ্বশুরবাড়ির সদস্যরা হত্যা করেছে। এ ঘটনায় পরদিন নিহত রোকসানার মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় তার স্বামী আজমকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার আজম তার স্ত্রীকে হত্যায় জড়িত থাকার বিষয়ে ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।’

তিনি আরও বলেন, ‘এ মামলার অন্য আসামিরা গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যায়। গতকাল রবিবার গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গুনিয়া থানার ইমামনগর এলাকা থেকে দুই আসামি সোহেল ও জহিরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সোহেল রোখসানাকে গলা টিপে হত্যা করে এবং গ্রেপ্তার জহির এবং তার নিহতের স্বামী আজম মৃতদেহটিকে ড্রেনে নিয়ে লুকিয়ে রেখেছিল। গ্রেপ্তার আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।’