জাতীয়

রাস্তায় বসে প্রতীকী পরীক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

স্থগিত করা পরীক্ষা দ্রুত সম্পন্ন ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের চলমান পরীক্ষা নেওয়ার দাবিতে রাজশাহীতে মানববন্ধন ও প্রতীকী পরীক্ষা কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। এতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থী অংশ নেন।

আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে রাস্তায় বসে খাতা-কলম নিয়ে তারা প্রতীকী পরীক্ষায় অংশ নেন। এ ছাড়া ৪৮ ঘণ্টার মধ্যে দাবি মেনে নেওয়া না হলে আগামী ২৫ জানুয়ারি সকাল ১০টায় নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট থেকে যাত্রা শুরু করে রাজশাহীর মাধ্যমিক ও উচ্চা শিক্ষার আঞ্চলিক অফিস ঘেরাওয়ের ঘোষণা দেন। 

শিক্ষার্থীরা জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষা চলমান। তিনটি কোর্সের পরীক্ষা বাকি থাকতেই কর্তৃপক্ষ স্থগিত করেছে। এতে সেশনজট তৈরি হবে। তাদের দাবি, স্থগিতাদেশ তুলে নিয়ে দ্রুত পরীক্ষা চালু করা হোক।

আব্দুর রহিম নামে এক শিক্ষার্থী বলেন, ‘বিগত চার বছর ধরে আমরা অনার্স শেষ বর্ষে আছি। শেষ পর্যন্ত আমাদের চূড়ান্ত পরীক্ষা শুরু হয়েছিল। বেশ কয়েকটি পরীক্ষা হয়েও গেছে। ভেবেছিলাম, এবার বুঝি অনার্সটা শেষ করতে পারব। কিন্তু তিনটি পরীক্ষা বাকি থাকতেই আবারও পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়েছে। নিজেদের ভবিষ্যৎ নিয়ে আমরা চরমভাবে শঙ্কিত। না পারছি পড়ালেখা সম্পন্ন করতে, না কোনো কর্ম।’