জাতীয়

রোহিঙ্গা ভোটার করার অভিযোগে ৩ কাউন্সিলর গ্রেপ্তার


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

কক্সবাজার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মিজানুর রহমান এবং সাবেক কাউন্সিলর জাবেদ কায়সার নোবেল ও রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোহিঙ্গাদের ভোটার করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

আজ রোববার ভোরে কক্সবাজার শহরের নিজ নিজ বাসা থেকে তাদের গ্রেপ্তার করে দুদকের দল। অভিযানে নেতৃত্ব দেন দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম দুইয়ের উপপরিচালক মাহবুব আলম ও সহকারী পরিচালক শরীফ উদ্দীন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন শরীফ উদ্দীন। তিনি জানান, নিজেদের দায়িত্ব পালনকালে অনৈতিকতার আশ্রয় নিয়ে কাউন্সিলর মিজানুর রহমান এবং সাবেক কাউন্সলির জাবেদ কায়সার নোবেল ও রফিকুল ইসলাম রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি করার তথ্য পায় দুদক। এর প্রেক্ষিতে মামলা করা হয়। যার নম্বর ১০/২০২১। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ করে তাদের থানায় হস্তান্তর করা হবে।