প্রধান পাতা

লাশ এক কিলোমিটার ছেঁচড়ে নিয়ে গেলো ট্রেন


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

গাইবান্ধার সুন্দরগঞ্জে চা খেতে বেড়িয়ে রাস্তা পারাপারের সময় ট্রেনের সামনের লোহার হুক পেটে ঢুকে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সেই ট্রেন আবার লাশটি হুকে করেই ছেঁচড়ে এক কিলোমিটার পর্যন্ত নিয়ে গেছে।

বৃহস্পতিবার (২৭ মে) সকাল ৯টার দিকে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সাহাবাজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ওই বৃদ্ধের নাম আবদুর রহমান (৬৯)। তার বাড়ি সুন্দরগঞ্জের বামনডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ সাহাবাজ গ্রামে। তিনি বামনডাঙ্গা মনোমোহনী স্কুল অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত সিনিয়র সহকারী শিক্ষক ছিলেন।

জানা যায়, সকালে সাহাবাজ এলাকায় চা খেয়ে রেললাইনের পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন আবদুর রহমান। পরে রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস ট্রেনের সামনের হুক তার পেটে ঢুকে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

পরে সাহাবাজ এলাকা থেকে প্রায় এক কিলোমিটার পথ হুকে করেই ছেঁচড়ে লাশটি বামনডাঙ্গা স্টেশনে নিয়ে যায় ট্রেনটি। সেখানে ট্রেন থামার পর বিষয়টি নজরে আসে রেলওয়ে কর্তৃপক্ষের।

এ বিষয়ে বামনডাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টার আমজাদ হোসেন বলেন, সুরতহাল শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।